ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আলম সাধু নামক গাড়িতে করে পাটখড়ি আনতে মাগুরা যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলি হোসেন (৭০)।

৪ নম্বর সাধুহাটী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুকুল হোসেন জানান, আলী ও তার ভাতিজা মাহফুজ আলমসাধুতে (তিন চাকার বাহন) করে বাড়ি থেকে পাটকাঠি আনতে ফুরদপুর যাচ্ছিলেন। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে আলমসাধুটি রাস্তার ওপর উল্টে যায়। এসময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান আলমসাধুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

এ নিয়ে গত তিনদিনের ব্যবধানে ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হলেন।