গাজীপুরের টঙ্গীতে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে তিন জন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের বকুল, একই এলাকার নর্দানগর গ্রামের সুলতান এবং টঙ্গীর গোপালপুর এলাকার সবুজ। আহতরা হলেন- নয়ন এবং মাহাতাব। তাদের টঙ্গীর শহীদ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন একদল শ্রমিক। আজ ড্রেন নির্মাণের জন্য মাটি কাটতে গেলে একটি বাড়ি ও মাদ্রাসার সীমানা দেয়াল ধসে পড়ে শ্রমিকদের ওপর। এতে চাপা পড়ে আহত হন ৬ শ্রমিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালে আহত দুইজনের চিকিৎসা চলছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।