টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার আনুষ্ঠানিকতা।
বাদ ফজর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। উর্দুতে আম বয়ান করেন তিনি। এই বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়। এরপর বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল গুদর, বাদ আসর মাওলানা জুবায়ের আহমদ ও বাদ মাগরিব মাওলানা আহমদ লাট বয়ান করবেন। এসব বয়ানের বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।
আজ দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। বেলা দেড়টার দিকে জুমার নামাজ অনুষ্ঠিত হতে পারে। মাওলানা জুবায়ের আহমদ এ নামাজে ইমামতি করবেন বলে জানা গেছে। শীত উপেক্ষা করে দেশি-বিদেশি লাখো মুসল্লি জড়ো হয়েছেন তুরাগ তীরে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা তাবলীগ জামায়াতের নেতা মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা। আছে বিদেশি মুসল্লিদের।
শুক্রবার ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু কথা থাকলেও দুদিন আগেই সারাদেশে থেকে মুসল্লিা ইজতেমা ময়দানে এসে পড়েন। গত বুধবারই পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। শীত উপেক্ষা করে লাখ লাখ মুসলির উপস্থিতিতে ইজতেমা ময়দানের পাশাপাশি আশপাশের এলাকাও পরিপূর্ণ হয়ে গেছে।
ইজতেমা ময়দানে প্রবেশের বিভিন্ন পথের পাশে ফুটপাতে মুসল্লিদের অবস্থান নিতে দেখা গেছে। তারা রাস্তার পাশে পলিথিন টানিয়ে অবস্থান নিয়েছেন। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে মুসল্লিদের অনেকে ফুটপাতসহ আশপাশের উন্মুক্ত স্থানে অবস্থান নিচ্ছেন। আজ থেকে তিন দিন দেশ বিদেশের মাওলানারা বয়ান করবেন। রোববার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, এবার স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লির জমায়েত হতে পারে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। নজরদারি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।
প্রথম পর্বের ৪দিন পর ২০শে জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। যাতে যোগ দেবেন তাবলিগ জামায়াতের আরেক নেতা মওলানা সা’দ এর অনুসারী মুসলিরা। তাবলীগ জামায়াতের নেতাদের বিভেদের কারণে ২০১৭ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।