ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামর বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে রোমাঞ্চকর ম্যাচটিতে ৪-২ গোলে জিতেছে শিরোপাধারীরা। সিটির হয়ে জোড়া গোল করেন মাহরেজ, একটি করে আলভারেস ও হলান্ড। গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত হওয়া ম্যাচগুলির একটি ছিল এটি।

শুরুর দিকে বল দখলে দুই দল সমানে-সমান থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। ৩৬তম মিনিটে বেন ডেভিসের ক্রসে সন হিউং-মিনের হেড ঠেকান সিটির গোলরক্ষক এদেরসন। লক্ষ্যে ম্যাচের প্রথম প্রচেষ্টা এটিই।

চার মিনিট পর উগো লরিসের দৃঢ়তায় বেঁচে যায় টটেনহ্যাম। বক্সের বাইরে থেকে রিকো লুইসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে জালের দিকে যাচ্ছিল। ঝাঁপিয়ে ঠেকান কদিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা ফরাসি গোলরক্ষক।

খানিক বাদে তিন মিনিটের মধ্যে দুটি সুযোগ পান হলান্ড। প্রথমবার তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন লরিস। পরে নরওয়ের ফরোয়ার্ডের হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপরই তিন মিনিটে দুই গোল করে টটেনহ্যাম।

প্রথমটিতে দায় ছিল এদেরসনের। সতীর্থের ব্যাকপাস পেয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক দুর্বল পাস দেন বক্সের মাথায় রদ্রির উদ্দেশ্যে। তবে বল নিয়ন্ত্রণে নিয়ে রদ্রিগো বেন্তানকুর পাস দেন দেজান কুলুসেভস্কিকে। বাকিটা সারেন সুইডিশ মিডফিল্ডার। এরপর হেডে ব্যবধান বাড়ান এমেরসন। গত রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানে হারা সিটি দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটে দুই গোল করে সমতা ফেরায়।

কাছ থেকে শটে দলের প্রথম গোলটি করেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস। বক্সে মাহরেজের হেড পাসে হেডেই বল জালে পাঠিয়ে তিন ম্যাচের গোল-খরা কাটান হলান্ড। ৬৩তম মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিকের দুরূহ কোণ থেকে শটে লক্ষ্যভেদ করেন মাহরেজ।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন আলজেরিয়ার এই ফরোয়ার্ড। টটেনহ্যামের ক্লেঁমো লংলে বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে পেয়ে যান তিনি, এরপর ফাঁকি দেন লরিসকে।

১৯ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সিটির সমান ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে নিউক্যাসল ইউনাইটেড। ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহ্যাম।