বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। শান্ত-মিরাজদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই নতুন এই কোচ টাইগারদের সঙ্গে কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে।
পারিবারিক কারণে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব ছেড়েছিলেন নিক পোথাস। সাবেক প্রোটিয়া ক্রিকেটারের বিদায়ের পর থেকেই ফিল্ডিং কোচের পদ শূন্য ছিল টাইগারদের। অবশেষে এই পদে কিউই কোচ জেমস প্যামেন্টকে নিয়োগ দিল বিসিবি।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই টাইগার শিবিরে যোগ দেবেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ সাবেক এই ক্রিকেটার। ৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ডে জন্ম নিলেও পেশাদারি ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে।
গত ওয়ানডে বিশ্বকাপের পর শেন ম্যাকডারমট দায়িত্ব ছাড়লে, শেষ দেড় বছর বাংলাদেশ দলের কোচিং স্টাফে কোনো ফিল্ডিং কোচ ছিল না। শুরুতে সহকারী কোচ নিক পোথাস সেই দায়িত্ব পালন করলেও, তার চাকরি ছাড়ার পর থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি সেই পদ শূন্য।
সেই শূন্যস্থান পূরণের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সে সাত বছর কাজ করা জেমস প্যামেন্টকে বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। পাশাপাশি এই ইংলিশম্যান কাজ করেছিলেন যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও।
নিউজিল্যান্ডের জাতীয় দল, ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের অন্তর্র্বতী কোচ হিসেবে কাজ করেছেন প্যামেন্ট।