ঢাকায় ৫ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ খেলায় বাংলাদেশকে হারিয়ে শেষ পর্যন্ত জয় দিয়েই সিরিজের ইতি টেনেছে জিম্বাবুয়ে। রাজধানীর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ খেলায় বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে এক ওভার ৩ বল হাতে রেখে ২ উইকেটে ১৫৮ রান করে সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট আর সিরিজ সেরা বাংলাদেশের তাসকিন আহমেদ।
বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না জিম্বাবুয়ের। যদিও সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তবে সাইফউদ্দিন ও শেখ মেহেদীর কল্যাণে রোডেশিয়ানরা প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৩ রান তোলে। তাদের উদ্বোধনী জুটি টিকে ৩৮ রান পর্যন্ত। এর ভেতর পুরো রানই এসেছে বেনেটের ব্যাটে। সাকিবের বলে আউট হওয়া তাদিওয়ানাশে মারুমানি করেন মাত্র ১ রান।
এরপর বেনেটের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন জিম্বাবুয়ে অধিনায়ক রাজা। সেখানেই ম্যাচ জয়ের ভিত তৈরি হয়ে যায় সফরকারীদের। এক সাকিব ছাড়া সব বোলারের বলেই ভয়ডরহীন বাউন্ডারি খেলেছেন বেনেট। তার সঙ্গে ধীরে ধীরে তাল মিলিয়ে রাজাও রানের গতি বাড়িয়েছেন। একপর্যায়ে ৩৬ বলে ফিফটি তুলে নেন বেনেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার দ্বিতীয়। সাইফউদ্দিনের বলে আউট হওয়ার আগে এই ওপেনার ৪৯ বলে ৫টি করে চার–ছক্কায় ৭০ রান করেছেন।
তখনও জিম্বাবুয়ের কাজ বাকি ছিল যা জোনাথন ক্যাম্পবেলকে সঙ্গে নিয়ে নিরাপদে পার হয়েছেন রাজা। দুজনের ৪৫ রানের জুটিতেই সফরকারীদের সিরিজে প্রথম জয় নিশ্চিত হয়ে যায়। ৪৬ বলে ৬টি চার ও ৪ ছক্কায় জিম্বাবুয়ে অধিনায়ক ৭২ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে এক উইকেট পেয়েছেন সাকিব। সমান ওভারে ৫৫ রান দিয়ে সাইফউদ্দিনও এক উইকেট শিকার করেছেন।
গত খেলার মতো এই ম্যাচেও একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। একাদশে ফেরত আনা হয় মাহমুদুল্লাহ, সাইফুদ্দিন ও মাহেদি হাসানকে। বাদ পরেন তানজিম হাসান ও তানভির ইসলাম। বিশ্রামে রাথা হয় তাসকিনকে। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার ব্যাট্সম্যান তানজিদ হাসান ও সৌম্য সরকার। দলের ৯ রানের মধ্যেই বিদায় নেন তানজিদ ও সৌম্য।
এরপর দলের রানের চাঁকা সচল রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের পক্ষে ২৮ বলে ৩৬ রান করে সাঁজঘরে ফেরেন শান্ত। এরপর, অভিজ্ঞ মাহামুদুল্লাহর সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৬ উইকেটে ১৫৭ রান তুলতেই শেষ হয় ম্যাচ নির্ধারিত ২০ ওভার।