বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদ। আজ মঙ্গলবার এক বার্তায় তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ জুন বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। ওই টুর্নামেন্ট পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন মুশতাক। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই পাক ক্রিকেটারের।

স্পিন বোলিং কোচ হিসেবে বেশ অভিজ্ঞ মুশতাক আহমেদ। তিনি এর আগে ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ছিলেন ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত। এছাড়া পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০২০-২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এই লেগি। দুই বছর পাকিস্তান দলের স্পিন বোলিং পরামর্শকও ছিলেন তিনি।

টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার বিষয়ে বিসিবির বার্তায় মুশতাক আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। আমি দায়িত্ব নিতে ও আমার অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে আছি। এটি কোচিং করানোর মতো একটি দল এবং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল মনে করি আমি। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে দলটির। দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত।’

জাতীয় দলের হয়ে ৫৩ বছর বয়সী মুশতাক ৫২ টেস্ট খেলেছেন।  তার নামের পাশে ১৮৫টি টেস্ট উইকেট আছে। এছাড়া ১৪৪ ওয়ানডে খেলে ১৬১ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪০৭ উইকেট নিয়েছেন এই স্পিনার।