বিধ্বংসী টাইফুন নোরু’র আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে থাইল্যান্ড। নোরু’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানি হয়েছে। বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বৃহস্পতিবার আঘাত হানে থাইল্যান্ডে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৭০ কিলোমিটার। ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয় থাইল্যান্ডের উপক’লীয় এলাকাসহ রাজধানী ব্যাংককেও।

এবিসি নিউজ জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক তার আশেপাশের চাও ফ্রায়া নদী প্লাবিত হয়েছে জলোচ্ছ্বাস আর বৃষ্টিতে। নোরু’র প্রভাবে থাইল্যান্ডে বন্যা ও ভূমিধস এ পর্যন্ত ১৭ জনের প্রাণহানি হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে সেখানকার পাঁচ হাজারেরও বেশি বাসিন্দাদের। ঝড়ের প্রভাবে ভেঙে পড়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। ঘরবাড়ি ও হাজার হাজার গাছপালা ভেঙে পড়ে বন্ধ রয়েছে বিধ্যুৎ সংযোগ।

থাইল্যান্ডের ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন বিভাগ জানিয়েছে, বন্যায় ১০ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা এখনও তাদের বাড়িতে আটকে আছে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।

এদিকে, ঝড়ের প্রভাবে পার্শ্ববর্তী দেশ লাউসে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ ও সেচ ব্যবস্থাপনা। ভিয়েতনামের দানাং এবং কোয়াংনামে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। বাতিল করা হয়েছে সেখানখার ১০টি বিমানবন্দরের ফ্লাইট। বিদ্যুৎবিচ্ছিন্ন পাঁচ লাখ বাড়ি। আর ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৬ জন।