পà§à¦°à¦¬à¦¾à¦¸à§‡ শà§à¦°à¦®à§‡-ঘামে অরà§à¦œà¦¿à¦¤ অরà§à¦¥ দেশে পাঠিয়েছিলেন ময়মনসিংহের à¦à¦• পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€ যà§à¦¬à¦•à¥¤ ছয় মাস আগে দেশে ফেরা ওই যà§à§à¦¬à¦•à¦•à§‡ পিটিয়ে মেরে ফেলেছেন তারই বাবা-মা ও à¦à¦¾à¦‡à¥¤
ময়মনসিংহের গফরগাà¦à¦“ উপজেলায় শারফà§à¦² ইসলাম ঢালী (৩২) নামের ওই পà§à¦°à¦¬à¦¾à¦¸à§€à¦° হৃদয়বিদারক মৃতà§à¦¯à§ আলোড়ন সৃষà§à¦Ÿà¦¿ করেছে।
বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° à¦à§‡à¦¾à¦°à§‡ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবসà§à¦¥à¦¾à§Ÿ তার মৃতà§à¦¯à§ হয়। ঠঘটনার পর অà¦à¦¿à¦¯à§à¦•à§à¦¤ বাবা, মা ও ছোট à¦à¦¾à¦‡ পলাতক রয়েছেন।
বà§à¦§à¦¬à¦¾à¦° সকালে ঠঘটনাটি ঘটেছে পাগলা থানার চাকà§à§Ÿà¦¾ গà§à¦°à¦¾à¦®à§‡à¥¤ নিহত শারফà§à¦² ইসলাম ঢালী উপজেলার নিগà§à§Ÿà¦¾à¦°à§€ ইউনিয়নের চাকà§à§Ÿà¦¾ গà§à¦°à¦¾à¦®à§‡à¦° ইসহাক ঢালীর ছেলে।
পà§à¦²à¦¿à¦¶ ও সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ সূতà§à¦° জানায়, শারফà§à¦² ইসলাম ঢালী দীরà§à¦˜ ৯ বছর লেবাননে à¦à¦¾à¦²à§‹ বেতনে চাকরি করেন। গত ছয় মাস আগে তিনি দেশে ফিরে আসেন। পà§à¦°à¦¬à¦¾à¦¸à§‡ করà§à¦®à¦°à¦¤ অবসà§à¦¥à¦¾à§Ÿ আয়-রোজগারের সব টাকা তিনি তার বাবার নামে দেশে পাঠিয়ে দেন।
দেশে ফেরত আসার পর তার বাবা তাকে কোনো টাকা দেবেন না বলে জানান। à¦à¦®à¦¨à¦•à¦¿ হাত খরচের টাকাও শারফà§à¦² ঢালী তার বাবার কাছে চেয়ে পেতেন না। ঠনিয়ে বাবা ছেলের মধà§à¦¯à§‡ পà§à¦°à¦¾à§Ÿà¦‡ à¦à¦—ড়া-বিবাদ হতো।
বà§à¦§à¦¬à¦¾à¦° সকাল সাড়ে ৬টার দিকে টাকা-পয়সা নিয়ে à¦à¦—ড়ার à¦à¦•à¦ªà¦°à§à¦¯à¦¾à§Ÿà§‡ বাবা ইসহাক ঢালী, মা হোসেনা আরা (৪à§), ছোট à¦à¦¾à¦‡ আশরাফà§à¦² ঢালী (২৮) লোহার রড ও শাবল দিয়ে শারফà§à¦² ঢালীর মাথা, পা ও বà§à¦•à§‡ à¦à¦²à§‹à¦ªà¦¾à¦¤à¦¾à§œà¦¿ পিটিয়ে গà§à¦°à§à¦¤à¦° জখম করে। à¦à¦° পর বসতঘরের à¦à¦•à¦Ÿà¦¿ রà§à¦®à§‡ তালাবদà§à¦§ করে আটকে রাখেন।
শারফà§à¦² ঢালীকে মারার সময় তার চাচা-চাচিসহ à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¬à¦¾à¦¸à§€ উদà§à¦§à¦¾à¦° করতে গেলে ইসহাক ঢালী, হোসনে আরা, আশরাফà§à¦² ঢালী রড, শাবল ও রামদা দিয়ে à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¬à¦¾à¦¸à§€à¦•à§‡ তাড়া দেয়।
দীরà§à¦˜à¦•à§à¦·à¦£ পর তার চাচা ও নà§à¦°à§à¦² ইসলাম ঢালী সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ ইউপি (নিগà§à§Ÿà¦¾à¦°à¦¿) চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ শেখ শাহাবà§à¦¦à§à¦¦à¦¿à¦¨à¦•à§‡ ঘটনাটি জানান।
ইউপি চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦¦à§‡à¦° সঙà§à¦—ে নিয়ে শারফà§à¦² ঢালীকে তাদের বাড়ি থেকে গà§à¦°à§à¦¤à¦° অবসà§à¦¥à¦¾à§Ÿ উদà§à¦§à¦¾à¦° করে পà§à¦°à¦¥à¦®à§‡ উপজেলা সà§à¦¬à¦¾à¦¸à§à¦¥à§à¦¯ কমপà§à¦²à§‡à¦•à§à¦¸ ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে à¦à¦°à§à¦¤à¦¿ করে। পরে বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° সকাল সাড়ে ৬টার দিকে শারফà§à¦² ঢালী চিকিৎসাধীন অবসà§à¦¥à¦¾à§Ÿ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতà§à¦¯à§à¦¬à¦°à¦£ করেন।
নিহতের চাচা নূরà§à¦² ইসলাম ঢালী জানান, বিদেশ থেকে পাঠানো টাকা নিয়ে ছেলে শারফà§à¦² ঢালীর সঙà§à¦—ে তার বাবা ও মায়ের পà§à¦°à¦¾à§Ÿà¦‡ à¦à¦—ড়া হতো।
বà§à¦§à¦¬à¦¾à¦° সকালে à¦à¦—ড়ার à¦à¦•à¦ªà¦°à§à¦¯à¦¾à§Ÿà§‡ তার à¦à¦¾à¦‡ ইসহাক ঢালী, à¦à¦¾à¦¬à¦¿ হোসনে আরা ও à¦à¦¾à¦¤à¦¿à¦œà¦¾ আশরাফà§à¦² ঢালী লোহার রড, শাবল দিয়ে à¦à¦²à§‹à¦ªà¦¾à¦¤à¦¾à§œà¦¿ পিটিয়ে à¦à¦¾à¦¤à¦¿à¦œà¦¾ শারফà§à¦²à¦•à§‡ গà§à¦°à§à¦¤à¦° জখম করে। à¦à¦° পর à¦à¦•à¦Ÿà¦¿ রà§à¦®à§‡ ফেলে রেখে তালা মেরে রাখে।
নিগà§à§Ÿà¦¾à¦°à§€ ইউনিয়ন পরিষদের চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ শাহাবà§à¦¦à§à¦¦à¦¿à¦¨ শেখ জানান, নিহত শারফà§à¦² সহজ-সরল ছিল। বিদেশে থাকাবসà§à¦¥à¦¾à§Ÿ সব টাকা তার বাবা ও মা কাছে পাঠাত। বাবা ও মা খারাপ পà§à¦°à¦•à§ƒà¦¤à¦¿à¦° লোক ছিল। টাকার হিসাব চাওয়ার কারণে ছেলেকে পিটিয়ে হতà§à¦¯à¦¾ করা হয়েছে।
পাগলা থানার ওসি মো. রাশেদà§à¦œà§à¦œà¦¾à¦®à¦¾à¦¨ সাংবাদিকদের বলেন, থানা পà§à¦²à¦¿à¦¶ ঘটনাসà§à¦¥à¦²à§‡ রয়েছে। ঠঘটনায় à¦à¦•à¦Ÿà¦¿ হতà§à¦¯à¦¾ মামলার পà§à¦°à¦¸à§à¦¤à§à¦¤à¦¿ চলছে।