টাঙ্গাইলের কা‌লিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা ও মে‌য়েসহ চারজন নিহত হয়েছেন।বুধবার (১৯ এপ্রিল) ভোর সা‌ড়ে ৫টায় উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, বুধবার ভোরে চারজন নারী রেললাইনের ওপর দি‌য়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।