টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের জুগনী এলাকায় নির্বাচনী সহিংসতায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত ১১ টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল ও সিয়াম। তারা বর্তমানের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আওয়ামী লীগের প্রার্থী মামুন অর রশিদ জানান, রাতে বাঘিল ইউনিয়নে নৌকার পক্ষে তার কর্মী সমর্থকরা একটি মটর সাইকেল মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে জুগনী এলাকায় পৌছালে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
এদিকে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, নৌকা প্রতিকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর অফিসের সামনে গেলে সতন্ত্র প্রার্থীর সমর্থকরা গুলি চালায় এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিবিদ্ধ অবস্থায় তিনজন হাসপাতালে আসার পর তাদের শরীর থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে আশংকা মুক্ত আছে।