টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২১শে নভেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ছালাম মিয়া জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে টাঙ্গাইল সদরের বেতর এলাকায় পৌছালে প্রথম বগিটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এদিকে, বগি লাইনচ্যুত হওয়ার ফলে রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে আছে।

রেলওয়ে সূত্র জানায়, বগিটি যাত্রীদের মালামাল ছিল। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে কতক্ষণ নাগাদ বগিটি উদ্ধার করা যাবে ও কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে জানাতে পারেনি।