ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬জন নিহত হয়েছে। দুপুরে, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরও অনেকে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় বাসটি ঢাকাগামী লেন থেকে ছিটকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে মাইক্রোবাসের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ফায়ারসার্ভিস ও পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মাইক্রোবাসটিতে থাকা সবাই মারা গেছে। উদ্ধার কার্যক্রম চলছে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারদের ২০ হাজার টাকা করে যাতায়াত খরচের জন্য দেওয়া হবে। এছাড়া যারা আহত রয়েছে তাদের চিকিৎসা খরচ জেলা প্রশাসন বহন করবে।