টাঙ্গাইলের গোপালপুরে একটি রাইস মিলের শেড ধসে ৩ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। রোববার (চৌঠা সেপ্টেম্বর) রাতে উপজেলার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- কু‌ড়িগ্রামের পাঁচগা‌ছি ইউনিয়‌নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম। সবাই ওই রাইস মি‌লে শ্রমিক হি‌সে‌বে কাজ কর‌তেন।

পুলিশ জানায়, রাতে মিলের নিচে মেঝেতে বসে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার ভেঙে শেডের উপর পড়ে। এতে শেডসহ বয়লারটি শ্রমিকদের ওপরে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।