মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। শুক্রবার দিনরাতের বৃষ্টিতে ঢাকার অনেক এলাকার সড়ড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও কোথাও হাটু সমান পানি জমে। এতে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। কোথাও কোথাও গাছ উপড়ে পড়ে থাকতে দেখা যায়। সৃষ্টি হয় যানজটের।

শুক্রবার রাত ৩টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের চিত্র এটি। রাত ১২টার দিকে বৃষ্টি কমে এলেও তখনো পানিতে ডুবে ছিলো সড়কটি। আসাদ গেট এলাকায় প্রায় হাটুসমান পানিতে ডুবে বিকল হয়ে থাকে একাধিক গাড়ি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কেও পানির জমে থাকে।

ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নিউমার্কেট থেকে মিরপুরগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে রাতে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হয়। যানজটে আটকা পড়ে অ্যাম্বলেন্সও।

ভারী বৃষ্টিতে অনেক সড়কে গাছ উপড়ে পড়ে থাকতে দেখা যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও সিটি কর্পোরেশনের কর্মীরা গাছ সারিয়ে না নেয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।

এদিকে, ঝুম বৃষ্টির রাতেও অনেকে ছুটে গেছেন মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের বিরিয়ানি খেতে। হোটেল মালিকরা জানালেন, বৃষ্টিতে বেঁচাকেনা একটুও কমেনি বরং বেড়েছে।