টানা দুইদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি­। প্রায় পুরো শহরেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও হাটু থেকে কোমর পর্যন্ত পানি উঠেছে। ভেসে গেছে বাড়িঘর ও দোকানপাট। এতে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। সড়ক ডুবে ব্যাহত হচ্ছে যান চলাচল। ওইদিন একজনের প্রাণহাণির খবর পাওয়া গেছে।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে দিল্লিতে এত বৃষ্টি কখনও হয়নি। ৪০ বছরের নজির ভেঙে গিয়েছে রাজধানীতে।

এদিকে, গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে কেরালায় নিহতের সংখ্যা বেড়ে ১৯। এখন পর্যন্ত ১১ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

অন্যদিকে, আগামী দুইদিন হিমাচল প্রদেশের ৭টি জেলায় উচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। সেইসাথে ভূমিধস ও বন্যা সতর্কতাও জারি করা হয়েছে।