বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।  আবহাওয়া অফিস বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। সেইসাথে কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে। এরপর ধীরে ধীরে কমে আসবে বৃষ্টি।

এছাড়া দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমুহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্রবন্দরসমুহকে তিন নম্বর স্থানীয় সতর্ক দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, ভারতে প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এখনো প্লাবিত রয়েছে দেশের উত্তরাঞ্চলের বহু এলাকার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। তবে আজ সকাল থেকে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটে তিস্তার পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।