সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করাসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার টানা ১০ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। দৃশ্যমান কোনো উদ্যোগও নেই।

আন্দোলনে শিক্ষক নেতারা বলেন, এ আন্দোলন ব্যক্তি স্বার্থে নয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্যমূলক পরিবেশ তৈরি হবে তা এড়াতেই এই প্রতিবাদ জানাচ্ছেন তারা।

এসময় আন্দোলনে সাড়া দিয়ে শিক্ষকদের সঙ্গে বসে সমস্যা সমাধানের দাবি জানান শিক্ষকরা।

সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিমের মাধ্যমে কাজের পরিবেশ নষ্ট হবে জানিয়ে শিক্ষকরা বলেন, এটা চালু থাকলে মেধাবীরা শিক্ষক পেশায় যুক্ত হতে চাইবে না। যা পুরো জাতির জন্য ভয়ানক।

এছাড়া একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।