বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ১৫ দিনব্যাপী এ কর্মসূচি আগামীকাল ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রোডমার্চ এবং সমাবেশ রয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির সপ্তম কর্মসূচি ঘোষণা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একদফার দাবি আদায়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও একই কর্মসূচি পালন করবে। ১৯শে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত টানা ১৫ দিন সভা-সমাবেশ, রোডমার্চের পাশাপাশি খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সারাদেশে দোয়া করা হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি জানান, ১৯শে সেপ্টেম্বর ঢাকার জিঞ্জিরা/কেরানীগঞ্জে এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ। ২১শে সেপ্টেম্বর ভৈরব থেকে সিলেট রোডমার্চ। ২২শে সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ। ২২শে সেপ্টেম্বর বাদ জুমা খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে দোয়া। ২৩শে সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী রোডমার্চ। ২৫শে সেপ্টেম্বর ঢাকার নয়াবাজার ও আমিনবাজারে সমাবেশ। ২৬শে সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ। ২৬শে ঢাকায় পেশাজীবী সম্মেলন। ২৭শে সেপ্টেম্বর ঢাকার গাবতলী এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ। ২৯শে সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ। ৩০শে সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী সমাবেশ। পহেলা অক্টোবর ময়মনসিংহ কিশোরগঞ্জ রোডমার্চ। দোসরা অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং তেসরা অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম রোডমার্চ করা হবে বলেও জানান তিনি।
আন্দোলনের গতি-প্রকৃতি যে কোন সময় আরও কঠোর হতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় রোববার রাতে তাকে সিসিইউতে নেয়া হয়। তাঁর জীবন রক্ষায় দ্রুত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।
বিএনপি’র কিছু পুরনো নেতাদের তৃণমূল বিএনপিতে যোগ দেয়ার খবর বিএনপিতে ভাংগনের ইঙ্গিত কিনা এমন প্রশ্নে বিষয়টিকে উড়িয়ে দেন বিএনপি মহাসচিব।