লা লিগায় টানা ১৭ ম্যাচে গোল না খাওয়ার পাশাপাশি বার্সা গড়েছে অনন্য এক রেকর্ড। লা লিগার ইতিহাসে মৌসুমের প্রথম ২২ ম্যাচে সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড এখন বার্সেলোনার। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রতিপক্ষ দলগুলো মাত্র ৭ বার তাদের জালে বল জড়াতে পেরেছে। এর মাধ্যমে ২৯ বছর ধরে অক্ষুণ্ণ থাকা সর্বনিম্ন ৯ গোল খাওয়ার কীর্তি টপকে গেছে বার্সা। এর আগে এক মৌসুমের ২২ ম্যাচে সর্বনিম্ন ৯ গোল খাওয়ার রেকর্ড ছিল তিনটি দলের দখলে।
১৯৯৩-৯৪ সিজনে দেপোর্তিভো লা করুনা, ১৯৮৬-৮৭ সিজনে বার্সেলোনা এবং ২০১৭-২০১৮ সিজনে অ্যাতলেটিকো মাদ্রিদ এই কীর্তি গড়েছিল। রোববার রাত পর্যন্ত তাদের এই অর্জন রেকর্ডের খাতায় লেখা ছিল। কাদিজের বিপক্ষে টানা সপ্তম ম্যাচ জয় এবং গোলবার ক্লিনশিট রাখার মাধ্যমে তাদের ছাড়িয়ে গেছে বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, রোববার রাতে কাদিজের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার আগপর্যন্ত এক মৌসুমের ২২ ম্যাচে কোনো দলের সর্বনিম্ন ৯ গোল খাওয়ার কীর্তি ছিল, যা জাভি হার্নান্দেজের দল টপকে গেছে।