পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ফুটেছে শীতের দেশের ফুল টিউলিপ। দেখতে আসছেন হাজারো পর্যটক। শনিবার দুপুরে সপরিবারে টিউলিপ ফুল দেখতে তেঁতুলিয়া পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দর্জিপাড়া সারিয়াল জোত গ্রামের ক্ষুদ্র চাষিদের টিউলিপ বাগান ঘুরে দেখেন।
পিকেএসএফের অর্থায়নে ইএসডিওর উদ্যোগে বাংলাদেশে প্রথম তেতুলিয়ার ক্ষুদ্র চাষিরা চাষ করছেন টিউলিপ। টিউলিপ ফুল দেখে অভিভূত মহাসচিব। এসময় তার পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। ইএসডিওর মহানন্দা কটেজে কিছুক্ষণ সময় কাটান তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ’এটা আমার একান্তই পারিবারিক ভ্রমণ। টিউলিপ চাষের খবর শুনেছি বিভিন্ন গণমাধ্যমে। টিউলিপের সৌন্দর্য দেখে অভিভূত। ঠাণ্ডার দেশের টিউলিপ তেঁতুলিয়ার ক্ষুদ্র চাষিরা চাষ করছেন এটা সত্যি গৌরবের ব্যাপার।’
পরে তিনি বাংলাবান্ধা স্থল বন্দর ভ্রমণ করেন। এর আগে তিনি আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায় বারো আউলিয়ার মাজার জিয়ারত করেন। এসময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তার সাথে দেখা করেন।
তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদাত হোসেন রঞ্জু, যুবদল নেতা সামিউল করিমসহ আরও অনেকে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে মির্জা ফখরুল বলেন, ’আমি রাজনৈতিক কোন কাজে আসিনি। পরে আবার আসবো তেঁতুলিয়ায়।’