টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সে দেশে যেতে আবারো সুযোগ দেবে মালয়েশিয়া সরকার। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি আজ শনিবার (৫ই অক্টোবর) রাজধানীর ইস্কাটনে সাংবাদিকদেরকে এ তথ্য দেন। তিনি জানান, শুক্রবার মালযেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
ড. আসিফ নজরুল জানান, “৩১ শে মে এর মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত ১৮ হাজার কর্মীদের দেশটিতে যাওয়ার সুযোগ দেবে মালয়েশিয়ান সরকার।”
এ সময় তিনি আরও জানান, বিশেষ করেমধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের জন্য বিমানবন্দরে আলাদা লাউঞ্জ তৈরি করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই লাউঞ্জ মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকেরা ব্যবহার করতে পারবেন।