ঈদ সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। এদিন দেয়া হচ্ছে ৬ই জুলাইয়ের টিকিট। কমলাপুরসহ রাজধানীর ৫টি রেল স্টেশনে বিক্রি হচ্ছে এই টিকিট। পাওয়া যাচ্ছে অনলাইনেও। টিকিট পেতে গতরাত থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিলো উপচেপড়া ভিড়। আছে নানা অব্যবস্থাপনার অভিযোগ।
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাধারণ মানুঘ অপেক্ষা করছে ট্রেনের টিকিটের জন্য। রাত কাটিয়েছেন কেউ দাঁড়িয়ে, কেউ বসে আবার কেউবা কাউন্টারের সামনে শুয়ে। আবার কেউ কেউ আশপাশের কয়েকজনকে নিয়ে তাস খেলে সময় কাটিয়েছেন। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাতভর এই কষ্ট তুচ্ছ তাদের কাছে।
তবে টিকিট প্রত্যাশিরা ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া নিয়ে শঙ্কা জানালেন। নানা অব্যবস্থাপনার চিত্রও তুলে ধরেন তাঁরা।বরাবরের মতো অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। তবে অনলাইনে টিকিট পাওয়া নিয়েও আছে নানা অভিযোগ।প্রথম দিনে টিকেট না পেয়ে কেউ কেউ শুক্রবার থেকে অপেক্ষা করছেন। তবে, টিকিট পেলে এই ভোগান্তি স্বার্থক হবে বলে মনে করেন তারা।
শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয় রেলের ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের ট্রেনের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।
এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।
ঢাকায় ছয়টি স্টেশন এবং গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট।
এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে পাওয়া যাচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।