বিদায়ের ঘোষণা দেন আগেই। অপেক্ষা ছিল শেষ চিত্রনাট্যের। যেটার বাস্তবায়ন হলো হায়দরাবাদে। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ দিয়ে শেষবার টি-টোয়েন্টিতে মাঠে নামলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটে-বলে শেষটা রাঙাতে না পারলেও দেশের ক্রিকেটে এই ৩৮ বছর বয়সী ক্রিকেটারের অবদান কম নয়। এক নজরে দেখে নেওয়া যাক কেমন ছিল রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ার।

দেশের অন্যতম এই বড় তারকাকে বিদায় দিতে রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিল বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগেই দলের পক্ষ থেকে স্মারক তুলে দেয়া হয় মাহমুদউল্লাহর হাতে। কেনিয়ার নাইরোবিতে যে অধ্যায়ের শুরু করেছিলেন তিনি, তার শেষটা হলো আজ হায়দারাবাদের মাঠে। এদিন অবশ্য সবার আগে মাঠে নেমেছেন তিনি।

শেষ ম্যাচটা তিনি রাঙাতে পারেননি। বল হাতে দুই ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচায় একটি উইকেট নিয়েছেন তিনি। তবে ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। দলের বিপর্যয়ের সময় হাল ধরতে পারেনি তিনি। ৯ বল খেলে করেছেন মাত্র ৮ রান।

দেশের জার্সিতে ১৪১ ম্যাচ খেলে করেছেন মোট ২,৪৪৪ রান। বল হাতে পেয়েছেন ৪১টি উইকেট।