শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল টাইগারদের। পারভেজ হোসেন ইমন ঝড়ো ব্যাটিং করেন, আরেক প্রান্তে ধীরে খেলেন তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। তানজিদ ১৭ বলে ১৬ রান করে আউট হন। এরপর লিটন দাস মাত্র ৬ রান করে ফেরেন। ইমন করেন ২২ বলে ৩৮ রান।

মাঝের দিকে নাঈম শেখ (২৯ বলে ৩২*) এক প্রান্ত ধরে খেলেন। তাওহিদ হৃদয় ১৩ বলে ১০ রান করেন। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ বলে ২৯ রানের ইনিংস ও শামীম হোসেন পাটোয়ারীর ৫ বলে ১৪ রানের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।

শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ২টি উইকেট নেন। এছাড়া শানাকা, ভ্যান্ডারসে ও থুসারা নেন ১টি করে উইকেট।

১৫৪ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার। ৪.৪ ওভারে (২৮ বল) ৭৮ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৬ বলে ৪২ রান করে মিরাজের বলে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস। ১২০ রানের মাথায় তিনি আউট হন সাইফউদ্দিনের বলে।

কুশল পেরেরা ২৫ বলে খেলেন ২৪ রানের ইনিংস। তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। জয়ের জন্য লঙ্কানদের বাকি কাজটা সেরে দেন আভিষ্কা ফার্নান্দো (১১) ও চারিথ আসালাঙ্কা (৮)।

শ্রীলঙ্কায় এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। এরপর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে।

লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শুরু করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটিতে হারলো টাইগাররা। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই ডাম্বুলায় ও ১৬ জুলাই কলম্বোয়।