টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানিন্তান। শুক্রবার রাতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে এশিয়ার উঠতি শক্তি হিসেবে পরিচিত দলটি। ক্রিকেটের যেকোনো ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে এটাই প্রথম জয় প্রতিবেশী দেশ আফগানিস্তানের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সেজন্য অপেক্ষা করতে হয়েছে ১১ বছর। যদিও বেশ কয়েকবার জয়ের কাছে এসেও হারতে হয় আফগানদের।
অবশ্য পূর্ণশক্তির পাকিস্তান দল খেলেনি এদিন। দলের প্রধান পাঁচ তারকাই অনুপস্থিত ছিল গতকালের ম্যাচে। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের পাশাপাশি শাহিন আফ্রিদিও ছিলেন না একাদশে। পাকিস্তান স্কোয়াড সাজায় তরুণদেও নিয়ে। অভিষেক হয় একসাথে চারজনের।
এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে একশও ছুঁতে পারেনি পাকিস্তান। ৯ উইকেটে ৯২ রানে থামে তারা। টি-টোয়েন্টিতে এটি তাদের পঞ্চম সর্বনিম্ন স্কোর। সর্বোচ্চ ১৮ রান আসে ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন ফজলহক ফারুকি, নবি ও মুজিব-উর-রহমান।
এরপর ব্যাটে নেমে শুরু পাকিস্তানি বোলারদেও তোপে পড়লেও মোহাম্মদ নবির ব্যাটে তা সামলে নেয় আফগানরা। যদিও মামুলি লক্ষ্য পূরণে খেলতে হয়েছে ১৮ ওভার পর্যন্ত। তবে নবির অলরাউন্ড নৈপুণ্যে ঐতিহাসিক জয় তুলে নেয় দলটি।
৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রানে অপরাজিত ছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ১৭ রান। অভিষিক্ত ইনসানুল্লাহ সর্বোচ্চ দুই উইকেট নেন।