আগামীকাল রবিবার শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। ২০টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের খেলা হবে এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
যুক্তরাষ্ট্রের ডালাসে কাল উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে আইসিসির দুই সহযোগি সদস্য স্বাগতিক আমেরিকা ও কানাডা। বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টায় শুরু হবে খেলাটি।
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরুর অপেক্ষায় ক্রীড়ামোদীরা। যুক্তরাষ্ট্রের ৩টি এবং ওয়েস্ট ইন্ডিজের ৬টি ভেন্যুতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলো অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে বিভিন্ন মহাদেশের ২০টি দল অংশ নিচ্ছে এবারের আসরে।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কা ও উইকেট শিকারের উৎসব। এই বৈশ্বিক আসরে নিজেদের মেলে ধরার জন্য প্রস্তুত বড় বড় দলগুলোর ব্যাটসম্যান ও বোলাররা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। যুক্তরাষ্ট্রের ৩টি ভেন্যুতে হবে এবারের আসরের ১৬টি খেলা। এর মধ্যে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের খেলাগুলো হবে ড্রপ ইন পিচে। দ্রুত সময়ের মধ্যে এই স্টেডিয়ামটি তৈরি করেছে আয়োজকরা।
এবারই প্রথম ২০টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিচ্ছে। এর মধ্যে ১২টি দল সরাসরি খেলছে। আর, বাছাই পর্বের বাধা পেরিয়ে খেলার যোগত্য অর্জন করেছে ৬টি দল। স্বাগতিক এবং সহ আয়োজক হিসেবে সরাসরি অংশ নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় হয়েছিলো প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিভিন্ন মহাদেশ ঘুরে এবার ক্যারিবিয়ান অঞ্চলে হতে যাচ্ছে এই আসর। আগের আটবারের মধ্যে দু’বার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ২০২২ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো ইংল্যান্ড। তবে এখনও পর্যন্ত কোন স্বাগতিক দল শিরোপা জিততে পারেনি।
ডালাসের গ্র্যান্ড পেরেইরা স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে সহ আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা। দু’দলই প্রস্তুত একটি উপভোগ্য খেলা উপহার দেয়ার জন্য।
২০০৭ সাল থেকে এ পর্যন্ত সবক’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রোহিত শর্মা। এই পর্যন্ত সবচেয়ে বেশি ৪৭ উইকেট পেয়েছেন সাকিব। আর সবচেয়ে বেশি ১ হাজার ১৪১ রান করেছেন ভিরাট কোহলি। এবারের আসরে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের বাকি দলগুলো শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। আগামী ৮ই জুন বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।