টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেইযেনবের হতে পারছে না বাংলাদেশ। তাই এই ফরম্যাটে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাহমুদউল­াহ রিয়াদকে সরিয়েনেতৃত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। অধিনায়কের পর এবার কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। আসন্ন এশিয়া কাপের আগেই রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এই ফরম্যাটের দলের সঙ্গে ডমিঙ্গো আর থাকছেন না, এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সোমবার (২২শে আগস্ট) দুপুরে মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিজেই জানিয়েছেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে এসেছিলেন রাসেল ডোমিঙ্গোকে সাথে নিয়েই। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন প্রমুখ। উপস্থিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসানসহ বিসিবির বাকি কর্মকর্তারা। এরপরই মিডিয়ার সামনে এসে হাজির হন বিসিবি সভাপতি। ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরিয়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতিই।

সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘তার চুক্তি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। রাসেল ডোমিঙ্গো এখন আর আমাদের টি-টোয়েন্টি সেটআপে নেই। তিনি শুধু কাজ করবেন টেস্ট এং ওয়ানডে নিয়ে।’