আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রোববার (চৌঠা সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি অবসরের ঘোষণা দেন। তবে তিনি পরিস্কার করেছেন টি-২০ তে দেশের হয়ে না খেললেও ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাবেন।
মুশফিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিক। প্রথম ম্যাচে করেন ১ রান ও দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪ রান। এ নিয়ে নানা সমালোচনা শুনতে হচ্ছিল তাকে। এর আগেও ফর্মের কারণে টানা দুইটি সিরিজে উপেক্ষিত হয়েছিলেন তিনি। এ অবস্থায় টুর্নামেন্ট শেষ করে দেশে ফেরার একদিনের মাথায় অবসরের ঘোষণা দিলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার।
২০০৬ সালের ২৮শে নভেম্বর টি-২০তে অভিষেক হয় মুশফিকুর রহিমের। এখন পর্যন্ত ১০২ ম্যাচ খেলে ১৯ দশমিক ২৩ গড়ে করেছেন দেড় হাজার রান। ক্যারিয়ারের মোট পাঁচটি হাফসেঞ্চুরির দেখা পেলেও সেঞ্চুরির দেখা পাননি।