টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য সবার আগে দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অজিরা।
গত আসরে বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ সদস্য এবারের দলে আছেন। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। নতুন মুখ হিসেবে এবারের বিশ্বকাপে অজি দলে সুযোগ পেয়েছেন টিম ডেভিড। মারকুটে ব্যাটিংয়ের কারণেই তাকে দলে নেয়া হয়েছে।
আগামী ১৬ই অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। ২০শে অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি মিশন শুরু হবে।