অ্যারন জোনসের ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী খেলায় কানাডাকে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক আমেরিকা। রোববার (দোসরা জুন) প্রেইরি ভিউ স্টেডিয়ামে নবনীত ধিলওয়ালের অর্ধশতকে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে কানাডা। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।
দীর্ঘ সময় পর বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া কানাডা আগে ব্যাটে নেমে শুরুটাই দারুণ করে। অ্যারন জনসন আর নবনীত প্রথম উইকেট জুটিতে তোলে ৪৩ রান। ২৩ রান করে জনসন হারমিতের শিকার হন। তিনে নামা প্রগাত সিং বেশি সুবিধা করতে পারেননি।
৫ রান করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর নবনীত জুটি গড়েন নিকোলাস কির্টনকে নিয়ে। তাদের জুটিতে আসে মূল্যবান ৬২ রান। নবনীত ৪৪ বলে ৬১ রান করে ফিরলে ভাঙে জুটি। দলীয় ১৫৯ রানের সময় ৩১ বলে ৫১ রান করে ফেরেন কির্টন।
শেষদিকে শ্রেয়াস মোভার ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে ১৯৪ রানে শেষ হয় কানাডার ইনিংস। যুক্তরাষ্ট্রের আলী খান ও কোরি অ্যান্ডারসন নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো হয়নি। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার স্টিভেন টেইলর। সুবিধা করতে পারেননি অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলও। দলীয় ৪২ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রানে ফেরেন তিনি।
এরপর অ্যারন জোনসকে নিয়ে দলের হাল ধরেন আন্দ্রেয়াস গাউস। শুরুটা তারা দেখেশুনে খেললেও ক্রিজে স্থির হতেই শুরু করেন তান্ডব। প্রথম ১০ ওভারে ৮৫ রান করা যুক্তরাষ্ট্র পরের ৫ ওভারে নেয় ৮৩ রান।
অ্যারন জোনস মাত্র ৪০ বলে খেলেন ৯৪ রানের ইনিংস। চারটি চারের মারের পাশাপাশি ১০ বার মারেন ওভার বাউন্ডারি। তার সঙ্গী গাউস ৪৬ বলে করেন ৬৫ রান। তাতে ১৪ বল থাকতেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। উইকেট খোয়ায় কেবল তিনটি।
কানাডার হয়ে কলিম সানা ও নিখিল দত্ত একটি করে উইকেট নেন।