জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শুক্রবার (০৭ই অক্টোবর) বিকেলে তিনি সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন তিনি। মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

এর আগে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া পৌঁছালে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তাকে অভ্যর্থনা জানান।

পরে রাষ্ট্রপতি জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন।

সন্ধ্যা সাতটার পরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।