কক্সবাজারের টেকনাফে বাড়ি ফেরার পথে অপহৃত পল্লী চিকিৎসক সহ দু’জনকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ২৬ ঘণ্টা পর সোমবার (২২ শে এপ্রিল) রাত ১১টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি। তবে, ৫ লাখ টাকার মুক্তিপণে তাদের দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে দাবী স্থানীয়দের।

ওসি জানিয়েছেন, পাহাড়ে পুলিশের অভিযানের মুখে পল্লী চিকিৎসকসহ অপহৃত দুই জনকে রেখে পালিয়ে যান অপহরণকারী চক্র। পরে তাদের উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২১ শেএপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর-হোয়াইক্যং সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসকসহ ওই দুজনকে অপহরণ করেন দুর্বৃত্তরা।

অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৫২) উখিয়া উপজেলার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের ছেলে। তবে অপরজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।