কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২৮ জন সীমান্তরক্ষী বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (১১ ই জুন) দুপুরে সাবরাং সীমান্ত পয়েন্ট দিয়ে একটি কাঠের নৌকা করে তারা অনুপ্রবেশ করে।

বিজিবি জানায়, ঢোকার পর তাদের নিরস্ত্র করে হেফাজতে নেয়া হয়েছে। এর আগে গেল রোববার ১৩৪ জন মিয়ানমার সীমান্তরক্ষীকে সেদেশে পাঠানো হয়। মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে সম্প্রতি বাংলাদেশে পালিয়ে আসে তারা।