বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের ১৪ ক্রিকেটার ঢাকায় পৌঁছেছে। রবিবার সন্ধ্যায় পাকিস্তান টেস্ট দলের ১৪ সদস্যদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

পাকিস্তানের টেস্ট স্কোয়াডের সেই ১৪ ক্রিকেটার হলেন, আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সৌদ সাকিল ও জাহিদ মাহমুদ।

আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুর শেরে বাংলায় শুরু হবে ২ ডিসেম্বর থেকে।

এখন চলছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

পাকিস্তান টেস্ট দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ সাকিল, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ।