স্লো ওভার রেটে বড় শাস্তি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেন্ট লুসিয়ার দ্বিতীয় টেস্টে নির্ধারিত সময়ে তিন ওভার কম বল করেছিল তারা। যে কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলটির প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পযেন্ট কেটে নিয়েছে।
আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাজেভাবে হারের পর আরও বড় হতাশা গ্রাস করলো ক্যারিবিয়ানদের।
আইসিসির আচরণবিধির আইন অনুযায়ী, স্লো ওভার রেটের প্রত্যেক ওভারের জন্য বোলিং দলের প্রত্যেক খেলোয়াড়ের ২০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের আইন অনুযায়ী, প্রত্যেক কম ওভারের জন্য ২ পয়েন্ট করে কাটা যাবে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু নির্ধারিত সময়ে ৩ ওভার কম বল করেছে, তাই ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কাটা গেছে।
ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট অভিযোগ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ঘরের মাঠের টেস্টেও ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে তারা। প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে হেরেছে ১৫৮ রানে।