চারদিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে জাপানের স্থানীয় সময় মঙ্গলবার (২৫শে এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে দেশটির হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সোমবার বিকেলে, এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

জাপান থেকে ২৮শে এপ্রিল যুক্তরাষ্ট্র যাবেন শেখ হাসিনা। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে চৌঠা মে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী। আগামী ৬ই মে যুক্তরাজ্যের নতুন রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দেবেন। ৯ই মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।