চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার সময় খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনই শিশু। বাকি তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নিহতরা পার্শ্ববর্তী উপজেলার ফটিকছড়ির হতে পারে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছেবাসের সামনের 

ঘটনার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন। ঘটনার পরপর উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।