ময়মনসিংহে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীসহ সেনা সদস্যের। আহত হয়েছেন তাদের দুই শিশু সন্তান। তাদের সিএমএইচে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা জিগাতলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত সৈনিক নাজমুল পারভেজ এবং তার স্ত্রী দিলরুবা জেবিন।

পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে আকুয়া জুবলি কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাজমুল। সন্ধ্যায় নগরীর শিকারিকান্দা জিগাতলা এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সেনা সদস্য নাজমুল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্ত্রী দিলরুবা। পরে আহত দুই শিশু সন্তান আহনাফ ও জান্নাতকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।