যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে। বিচার থেকে কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় এটিই প্রথম। খবর রয়টার্সের।

স্থানীয় সময় সোমবার (পহেলা জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।  আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোয় দায়মুক্তি পাবেন। তবে এখতিয়ারের বাইরে গিয়ে নেওয়া পদক্ষেপের জন্য দায়মুক্তি পাবেন না। সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চের ছয়জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন। বিপক্ষে ছিলেন তিনজন। আধুনিক আমেরিকার ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট।

এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিল, প্রেসিডেন্ট থাকাকালে কোনও কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিচারে কোনও ছাড় পাবেন না। ফলে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনি ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে। ওই মামলায় ট্রাম্প দাবি করেছিলেন, তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা থেকে তিনি দায়মুক্তি পাবেন। কারণ, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল। কিন্তু নিম্ন আদালত তার দাবির বিপক্ষে রায় দিয়েছিল। সেই রায়ই খারিজ করে সোমবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের দায়মুক্তির পক্ষে রায় দিল।

এর ফলে ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের আনা অভিযোগ থেকে রক্ষাকবচ মিলল ট্রাম্পের। এছাড়া ৬ই জানুয়ারির বিষয়ে ট্রাম্পের মন্তব্য ক্যাপিটলে হামলায় উসকানি দিয়েছিল বলে যে অভিযোগ আনা হয়, সেটিও টিকবে না বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের মামলাটি এখন আবার পাঠিয়ে দেওয়া হবে নিম্ন আদালতে। সেখানে সিদ্ধান্ত হতে হবে যে ট্রাম্পের কোন কৃতকর্ম প্রেসিডেন্ট হিসাবে তার সাংবিধানিক ক্ষমতার আওতায় হয়েছে আর কোনটি ব্যক্তিগত পর্যায়ে হয়েছে।

আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন। বিপক্ষে ছিলেন তিনজন। পরে সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধান বিচারপতি জন রবার্টস।

সেই অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীন ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোয় দায়মুক্তি পাবেন। তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না তিনি।

ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালের নির্বাচনে তাকে হারিয়ে জয় পান জো বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলায় সরকারি কৌঁসুলিরা অভিযোগ এনেছেন, ওই নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন ট্রাম্প। পরে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার পেছনেও উস্কানি দিয়েছিলেন তিনি।