দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তবে এরই মধ্যে বিশ্বনেতাদের অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে, ট্রাম্প ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি আছেন। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, ট্রাম্প ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ভোট।
এদিকে এই খবর পাওয়ার পর পরই সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। এই ঘোষণারপর থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন বিশ্বনেতারা। বিশেষ করে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন নেতারা তার জয়ে আনন্দ প্রকাশ করেছেন।
ট্রাম্পকে শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এটা ‘ঐতিহাসিক শ্রেষ্ঠ প্রত্যাবর্তন’। তিনি এক বিবৃতিতে বলেন, ইতিহাসের শ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউজে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা। তিনি ইসরায়েল ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি একে বড় ধরনের জয় বলেও উল্লেখ করেছেন।
এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও একই ধরনের বিবৃতি দিয়েছেন। ট্রাম্পের জয়কে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বড় ধরনের প্রত্যাবর্তন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্বের জন্য এই জয় প্রয়োজন ছিল।
ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সম্মান ও উচ্চাকাঙ্খা নিয়ে গত চার বছর ধরে একসঙ্গে (ট্রাম্পের সঙ্গে) কাজ করে আসছেন তিনি। আরও শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য সেভাবেই একসঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন,‘নির্বাচনে ঐতিহাসিক জয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। আমি আসছে বছরগুলোতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। নিকটতম মিত্র হিসেবে, আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও শিল্পোদ্যোগের মতো আমাদের অভিন্ন মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।’
ট্রাম্পতে অভিনন্দন জানিয়েছেন চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা। সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি লিখেছেন,‘আমাদের যৌথ লক্ষ্য হলো প্রশাসনের পরিবর্তন সত্ত্বেও আমাদের দেশগুলোর মধ্যকার সম্পর্ককে সর্বোচ্চ স্তরে রাখাকে নিশ্চিত করা। আর আমাদের নাগরিকদের সুবিধার জন্য আমরা এ সম্পর্কের বিকাশ অব্যাহত রাখি।’
অন্যদিকে ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঐতিহাসিক বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা পুনরায় এগিয়ে নেওয়ার জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।”
সর্বশেষ গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যের ১৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে মোট ২৬৭টি ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প, যা প্রেসিডেন্ট হওয়ার পথে তার জয়কে বেশ এগিয়ে দিয়েছে।
এছাড়া নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা, আলাস্কায়ও এগিয়ে আছেন ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
ফলে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউজের দখল নিতে ট্রাম্পের দরকার আর মাত্র কয়েকটি ইলেকটোরাল ভোট। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের জন্য যেন আর অপেক্ষা করতে পারছেন রিপাবলিকান সমর্থকরা। এরই মধ্যে রাস্তায় নেমে উল্লাস শুরু করেছেন তারা।