হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

জানা যায়, হত্যা মামলায় গ্রেপ্তার ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে আজ সোমবার আদালতে তোলা হয়। এসময় বাদীপক্ষের আইনজীবী সুজনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক রমেশ কুমার ডাগা শুনানি শেষে সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, সুজনকে আদালতে তোলার সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে সমর্থকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুনানি শেষে কারাগারে নিয়ে যাবার সময় একটি পক্ষ তার উপর ডিম নিক্ষেপ করে।