ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারী বৃষ্টি ও তুমুল ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ টি গ্রাম। এসময় মৃত্যু হয়েছে তিন জনের।

আজ শনিবার (পহেলা জুন) সকালে ভারী বৃষ্টি ও তুমুল ঝড় হয় উপজেলায়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার জানান, শনিবার সকালে হঠাৎ করেই ঝড় শুরু হয়। এসময় পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের ফরিদা বেগম টিনের নিচে পড়ে মারা যান। অপরদিকে, ঝড়ের সময় বারান্দায় বসে ছিলেন দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা। মেঘের গর্জন আর ঝড়ে গাছপালা উড়তে দেখে বারান্দাতেই স্ট্রোক করেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যু হয় তার। এছাড়া লালাপুর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে গর্তে পড়ে মারা যায় একটি শিশু।

ঝড়ে উপজেলার অন্তত ২০ টি গ্রামের বেশির ভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছপালা।