ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের পর মা ও দুই সন্তানের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকায় তীরনই নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
মৃত নারীর নাম নাছিমা বেগম (৪০)। তিনি কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মৃত দুই ছেলের নাম শাওন (৮) ও সিফাত (৪)।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, মঙ্গলবার নাছিমা দুই বাচ্চাসহ মাঠে গরু চরাতে যান। এ সময় নদীর পাশের মাঠে দুই ছেলে খেলছিলো। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ সকালে নদীতে তাদের লাশ ভেসে ওঠে।