ঠাকুরগাঁয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৮ই মে) দুপুরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মধুডাংগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্থানীয় জহিরুল ইসলামের ছেলে রুমিন ইসলাম (৫) ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার (৪)। তারা দুজন চাচাতো ভাই-বোন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, দুই চাচাতো ভাই-বোন বাড়ির অদূরে এক‌টি মাঠে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে মাঠের পাশে পুকুরের পানিতে ডুবে দুজনে নিখোঁজ হয়। পরে তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হ‌রিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।