ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি ও আওয়ামীলীগের সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিতে সাংবাদিকসহ প্রায় ১১ জন আহত হয়। শনিবার (তেসরা সেপ্টেম্বর) বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচির ডাক দেয়।
বিকেলে রুহিয়া চৌড়াস্তা মোড়ে সমাবেশ করে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এসময় একই স্থানে আওয়ামী রীগের কর্মিরা মিছিল দিয়ে আসলে দুই পক্ষের ধাওয়া পল্টা ধাওয়া হয়। এসময় গুলিতে আওয়ামী লীগের এক কর্মী আহত হয়। আওয়ামী লীগের নেতাদের অভিযোগ বিএনপির কর্মীরা তাদের উপর গুলি করেছে। এসময় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সভামঞ্জে আগুন লাগিয়ে দেয়।
এর আগে দুপুরে হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা এমপি রমেশ চন্দ্র সেনের বাসায় হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক আব্দুল লতিফ লিটু আহত হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি জানান, তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।