শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দেশের ৮টি বিভাগে প্রায় দুই মাসে বিভিন্ন বয়সের ৭৫ জন মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে ৫০ জন। এরপর ময়মনসিংহ বিভাগে ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া তথ্যে জানা যায়, গত ১৪ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১৩০ জন। একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ১৪৪ জন। তবে, ডায়রিয়ায় মারা গেছে ৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় শীতকালীন রোগ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৫৩ জন। একইসময়ে মারা গেছেন দুজন।