বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। এর মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ডব্লিউএইচও’র প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার এ তথ্য জানায়।

গোপন ব্যালটের ভোট শেষে মঙ্গলবার নামমাত্র আনুষ্ঠানিক ঘোষণায় দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে ইথিওপিয়ার সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। কোভিড-১৯ অতিমারির কঠিন সময়ের মাঝেই প্রথম মেয়াদ পার করেন ডা. টেড্রোস আধানম।

টেড্রোস আধানমকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটেরব্যাক টুইটে বলেন, ‘ডা. টেড্রোস ১৫৫/১৬০ ভোট পেয়ে ডব্লিউএইচও’র ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন।’