দেশের খোলাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য ১১৫টাকা পর্যন্ত ছুঁয়েছে। সকালে ১০৮ টাকায় বিক্রি হলেও দুপুর নাগাদ প্রতি ডলার বিক্রি হয় ১১৫ টাকায়। যার প্রভাব পড়ে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেনেও। তবে বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মানি এক্সচেঞ্জে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই’র অভিযানের পর দাম কমে আসে। খোলাবাজারে ডলারের বিনিময় মূল্য ১১৫ টাকা থেকে কমে ১০৯ টাকা হয়েছে।

সংকট কাটাতে ব্যাংকগুলোতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আজ ব্যাংকগুলোকে ১৩৯ মিলিয়ন বা প্রায় ১৪ কোটি ডলার সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডলারের বাড়তি চাহিদা সামলাতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেওয়া হয়।

এদিকে, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ি, এখন থেকে ৭ শতাংশ কর দিয়ে বিদেশে পাচার করা টাকা দেশে নিয়ে আসা যাবে। অর্থাৎ ১০০ টাকা আনতে ৭ টাকা কর দিতে হবে। আর এই টাকার উৎস নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।