কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে প্রবাসফেরত শ্বশুর মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যার দায়ে জামাইসহ ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরেকজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের ২৩ বছর পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোশাররফ হোসেন এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া সবাই পলাতক ছিলেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন,২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী মো: হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

‘নিহতের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে এবং মো: হোছেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে।’

এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হলো।

ফাঁসির দণ্ড পাওয়া ৮ জনের মধ্যে রয়েছেন- মঞ্জুর আলম, মো. আলম, শহর মুলুক ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে কালুইন্যা, জসিম উদ্দিন, মোস্তাক, আক্তার কামাল ও শাহাবউদ্দিন।